অধ্যক্ষের বাণী
শিক্ষা একটি জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চাবিকাঠি। তীব্র প্রতিযোগিতামূলক বিশে^ শিক্ষা ও দক্ষতা একটি দেশের টিকে থাকা নিশ্চিত করে। স্বশিক্ষিত-যোগ্যতাসম্পন্ন মানুষ তৈরি করা আমাদের বর্তমান প্রজন্মের দায়িত্ব। সেই লক্ষে গেøাবালাইজেশনের যুগে শিক্ষার্থীদের নৈতিক চরিত্র ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন, তথ্য ও প্রযুক্তি নির্ভর আলোকিত মানুষ আত্মনির্ভরশীল সুনাগরিক, সুশৃঙ্খল, আনন্দদায়ক এবং চমৎকার শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
শিক্ষার্থীর লেখাপড়া গুনগত মানের হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য পাঠ পরিকল্পনা,টিউটোরিয়াল পরীক্ষা,নিয়মিত পরীক্ষা ইত্যাদির বার্ষিক সময় সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আবার প্রত্যেক শিক্ষার্থী শিক্ষা-সেবা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য গ্রæপ ভিত্তিক মাসিক কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে, মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না। প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। পিতা মাতা হলো সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ।
মাননীয় চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম শামীম-এর নেতৃত্বাধীন গভর্ণিং বডি এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও যোগ্য শিক্ষক মন্ডলী বিশ^মানের শিক্ষা আমাদের শিক্ষার্থীদের দোরগোড়ায় নিয়ে আসার জন্য নিরলস ভাবে কাজ করছেন। বাস্তবতার আলোকে মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়াই আমাদের দৃঢ় অঙ্গীকার।
এভাবে বিভিন্নমুখী সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ধীরে ধীরে “আরামবাগ হাই স্কুল ও কলেজটি” দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান দখল করে নেবে বলে আমার বিশ্বাস। সম্মানিত অভিভাবকদের সহযোগীতা ও প্রেরণায় এবং শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হোক আমাদের প্রিয় শিক্ষাঙ্গণ। এই স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জ্ঞানের ও গুণের আলো ছড়িয়ে পড়ুক দেশে ও বিদেশে, ঐকান্তিক চেষ্টার মাধ্যমে এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।
ধন্যবাদান্তে-
খান মোঃ কামরুজ্জামান
অধ্যক্ষ
আরামবাগ হাই স্কুল ও কলেজ
মতিঝিল, ঢাকা-১০০০